Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিয়মের অভিযোগে হাইকোর্টের দুই কর্মকর্তা বরখাস্ত


২১ আগস্ট ২০২০ ১৩:৩৮ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ১৬:৪৯

ঢাকা: অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ এনে হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য  জানান।

মোহাম্মদ সাইফুর রহমান জানান, তাদেরকে সাময়িক বরখাস্ত করে ২০ আগস্ট আদেশ জারি করা হয়েছে। তারা হলেন—প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মো. সেরাজুল ইসলাম। এই দুইজন এফিডেভিট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িজ (ডিসিপ্লিন এন্ড আপিল) রুলস, ১৯৮৩ এর ২ (৪) বিধি সঙ্গে পঠিত ৩ (বি) (সি) বিধিমতে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে অভিযুক্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুতর হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।

অনিয়ম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর