Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরের নিম্নাঞ্চল আবারও প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার পরিবার


২১ আগস্ট ২০২০ ১২:৩৯

চাঁদপুর: চাঁদপুরে আবারও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুই সপ্তাাহের ব্যবধানে শহরের বিভিন্ন এলাকায়, সদর উপজেলার রাজরাজেশ্বর, হানারচর মতলব উত্তর দক্ষিণ ও হামইচরের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বাড়ি-ঘর, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

চাঁদপুরের মেঘনা নদীর পানি বিপদসীমার ৪.২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে বানিবন্দি মানুষের জন্যে ৭হাজার ১শ প্যাকেট শুকনো খাবার, ৪১৫ টন চাল, নগদ অর্থ সাড়ে চার লাখ, শিশু খাদ্য চার লাখ এবং গো খাদ্যের জন্যে ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর নিম্নাঞ্চল প্লাবিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর