Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, আটক ৩


২১ আগস্ট ২০২০ ১২:১৮

জয়পুরহাট: জয়পুরহাটে পাথর বোঝাই ট্রাকের মধ্যে লুকিয়ে ফেন্সিডিল পাচারের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শুক্রবার (২১ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলার লতিহাটি এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন— জয়পুরহাট জেলার কালাই উপজেলার মোলামগাড়ীর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫), একই গ্রামের ইন্দাজুল তালুকদারের ছেলে ওবায়দুল তালুকদার (২২),দিনাজপুররের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মজের আলীর ছেলে মাহাবুব আলী সাঈদ (৩৫)।

বিজ্ঞাপন

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ বলেন, আটক তিন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলেন। একটি পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, সকালে তাদের কাছে এমন খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭২৫ বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি জব্দ ও তাদের আটক করা হয়।

ক্যাম্প কমান্ডার আরও জানান, তিন ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি ঢাকায় নিয়ে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের খুঁজছিলো। অবশেষে তারা ধরা পড়লো।

জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর