Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেকের ফাঁসি দাবি


২০ আগস্ট ২০২০ ১৯:০৫ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ১৯:১৮

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্টতা পুনঃতদন্ত করে তাকে ফাঁসিতে দণ্ডিত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। একইসঙ্গে ওই মামলায় দণ্ডিত বাকিদের সাজা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কদম ফোয়ারার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। উচ্চ আদালতে মামলাটির দ্রুত আপিল শুনানির দাবি জানান বক্তারা।

তারেক রহমানকে এই হামলার মাস্টারমাইন্ড উল্লেখ করে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিষয়টি পুনঃতদন্ত করে তাকে ফাঁসি দিতে হবে। এটি না করা হলে এই ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা যাবে না।

প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন ছাড়াও একই দাবিতে প্রেস ক্লাবের সামনে আরও একটি মানববন্ধন করেছে বঙ্গবন্ধু একাডেমি।

২১ আগস্ট গ্রেনেড হামলা গ্রেনেড হামলা মামলা তারেক রহমানের ফাঁসি দাবি মানববন্ধন হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর