Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারিভাবে হাসপাতালে ১০০, বাসায় ৩০০ টাকায় করোনা টেস্ট


২০ আগস্ট ২০২০ ১৬:৫৯ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ১৯:১০

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষার ফি কমানো বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারিভাবে বুথ থেকে সংগৃহীত নমুনা সংগ্রহ ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন জানানো হয়, বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়। এ ছাড়া সরকারি হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহের ফিও ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।

এর আগে, বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় করোনা ফি কমানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমাদের কাছে কিছু তথ্য আছে, সরকার যে ফি নির্ধারণ করেছে সে কারণে অনেক গরিব লোক পরীক্ষা করতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, উনার নির্দেশনা আমরা নিয়েছি।

উল্লেখ্য, দেশে কোভিড-১৯ পরিস্থিতির শুরুর দিকে বিনামূল্যে নমুনা পরীক্ষা করা হলেও ২৯ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়।

করোনা করোনা পরীক্ষা নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর