Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার নিচে


২০ আগস্ট ২০২০ ১৬:৩১

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফাইল ছবি

ঢাকা: টানা আট দিন পর দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমেছে। এর আগে গত ৯ আগস্ট রোববার দেড় বছর পর ডিএসইতে আর্থিক লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িযে যায়। ওইদিন থেকে পরপর আট দিন ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএসইতে আবার লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে অসে। এদিন ডিএসইতেক লেনদেন হয় ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে টানা ঊর্ধ্বমুখির পর গত এক সপ্তাহ ধরে বাজারে কিছুটা মূল্য সংশোধন হচ্ছে। মূল্য সংশোধনের কারণে কিছুটা অস্থিরতাও শুরু হয়েছে।তবে এ নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কের কিছু নেই। কারণ আগের কয়েকদিন পরপর সূচকের উথানের কারণে বিনিয়োগকারীদের অনেক শেয়ার বিক্রি করে তাদের লভ্যাংশ তুলে নিচ্ছেন। এতে করে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দিনশেষে সূচক প্রায় অপরিবর্তিত থাকলেও লেনদেন কমেছে।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৬টি প্রতিষ্ঠানের ৩৫ কোটি ৭০ লাখ ৮৭ হাজার ৭২৯ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৮৬টির এবং ৪৪টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৪ পয়েন্টে উন্নীত হয়। ডিএসইর শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪৭ পয়েন্টে উঠে আসে। দিনশেষে ডিএসইতে ৯৩৬টি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬৪টি প্রতিষ্ঠানের ১ কোটি ৪১ লাখ ১২ হাজার ৩৬৪টি শেয়ার ও মিউচুয্যাল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এ সব প্রতিষ্ঠানের শেষার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১২৯টির এবং ৩৫টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৭১২ পয়েন্টে নেমে আসে। দিন শেষে সিএসইতে ২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

টপ নিউজ পুঁজিবাজার লেনদেন শেয়ারবাজার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর