Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া সিল-স্বাক্ষরে ‘সরকারি চাকরি’, দুই প্রতারক গ্রেফতার


২০ আগস্ট ২০২০ ১৫:৫৪ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ২১:৫৪

ঢাকা: সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোটা অংকের বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া সিল-স্বাক্ষর করে নিয়োগ দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অভিযোগ পেয়ে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিআইডি’র ঢাকা মেট্রো-উত্তর টিমের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. খালিদুল হক হাওলাদার সারাবাংলাকে নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন সৈয়দ আরিফ হাসান ওরফে রনি (৪০) ও সাইফুল ইসলাম (৩৮)।

বিজ্ঞাপন

এসএসপি খালিদুল হক হাওলাদার বলেন, ‘চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে বিপু্র পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। এমন অভিযোগ পাওয়ার পর বুধবার রাজধানীর তেজগাঁও থানার মনিপুরীপাড়ায় অভিযান চালিয়ে চক্রটির দুইজনকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের কাছ থেকে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র, যোগদানপত্র, বেতন বিল, অনুমোদনপত্র, অগ্রিম বেতন বিলের অনুমোদন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অফিস আদেশ ও বদলির আদেশসহ সাতটি বিভিন্ন সিল মোহর, একটি মনিটর, একটি পিসি, একটি স্ক্যানার মেশিন, একটি প্রিন্টার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সৈয়দ আরিফ হাসান ওরফে রনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এই প্রতারক চক্রের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নিরীহ সহজ সরল বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্নপদে চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

বিজ্ঞাপন

তবে কী পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে প্রতারণা করে নে বিষয়ে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছে সিআইডি।

জালিয়াতি টপ নিউজ ভুয়া নিয়োগ সরকারি নিয়োগ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর