আশুলিয়ায় কারখানা লুটের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২০ আগস্ট ২০২০ ১২:১২ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ১২:১৩
সাভার: আশুলিয়ার একটি পোশাক কারখানার মালামাল লুটের অভিযোগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়া থানায় মামলা দায়েরের পর তাকে গজারিয়া থেকে গ্রেফতার করা হয়।
আশুলিয়া থানার এস আই আসওয়াদ জানান,আশুলিয়ার জামগড়া এলাকার এন আর গার্মেন্টস কোম্পানীর শিপমেন্টর মালামাল ভর্তি একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে গত ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে লুট করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় কারখানা কর্তৃপক্ষ মামলা দায়েরের পর কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে আজ গজারিয়া থেকে আহমেদ রুবেলকে গ্রেফতার করা হয়। এসময় লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দীপু জানান, প্রাথমিক তদন্তে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন।