Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


২০ আগস্ট ২০২০ ০৮:৪৪

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় হিরন সরদার (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে  হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯আগষ্ট) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহত হিরন শরিয়তপুর জেলার  ভেদেরগঞ্জ উপজেলার মৃত আলাউদ্দিন সরদারের ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে  বাড্ডা আফতাবনগর এলাকায় ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

নিহতের বোন রুমা আক্তার জানান,রাতে লোকজনের কাছ থেকে জানতে পারেন পশ্চিম মেরুল বাড্ডা নোয়াখালি বাড়ি এলাকায় দুর্বৃত্তরা হিরোনকে এলোপাতারি ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। এরপর হিরনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

রুমা আরও জানান, এর আগে শুনেছিলাম এলাকায় রাশেদ, সোহাগসহ কয়েকজনের সঙ্গে হিরোনের শত্রুতা রয়েছে। তারা এই ঘটনা সঙ্গে জড়িত থাকতে পারে।

বাড্ডা থানার  (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেয়েছি। এতে একজন মারা গেছে। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ছুরিকাঘাতে মৃত্যু রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর