বেশি যাত্রী তুলতে আগের ভাড়ায় ফিরতে চায় গণপরিবহন
১৯ আগস্ট ২০২০ ২০:৫৩ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ০১:১৯
ঢাকা: সব সিটে যাত্রী তুলে আগের ভাড়ায় ফিরে যেতে চায় পরিবহন মালিকরা। এ সংক্রান্ত প্রস্তাব বিআরটিএর সঙ্গে এক বৈঠকে তুলে ধরে তারা। প্রস্তাবটি বিআরটিএ যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ের অনুমোদন চাইবে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে বিআরটিএ কার্যালয়ে পরিবহন মালিক ও বিআরটিএ কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বিআরটিএ সূত্র জানায়, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আবার আগের অবস্থায় ফিরে যাবে গণপরিবহনগুলো।
বৈঠক সূত্র জানায়, ৩০ আগস্ট পর্যন্ত বর্তমান বাড়তি ভাড়ায় চলতে পারে পরিবহনগুলো। আর ৩০ আগস্টের পর থেকে আগের অবস্থায় যেতে চান পরিবহন মালিকরা।
বৈঠকে থাকা পরিবহন মালিক নেতা মশিউর রহমান রাঙ্গা জানান, আগের ধারায় ফিরে যাওয়ার জন্য সরকারের কাছে তারা প্রস্তাব তুলে ধরেছেন। এখন সরকার সেটি বিবেচনা করবে। যখনই নতুন সিদ্ধান্ত আসবে তখনই কার্যকর হবে।
গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন খোলার অনুমতি দেয় সরকার। ঈদুল আজহা পর্যন্ত স্বাস্থ্যবিধি ভালোই মানা হয়েছে। কিন্তু ঈদের শেষে সরকারি অফিস পুরোপুরি খুলে দেওয়ার পর থেকে গণপরিবহনে শারীরিক দূরত্ব মানার নিয়ম ভাঙা হচ্ছে।
যখন যাত্রী কম তখন নিয়ম মানা হচ্ছে। যাত্রী বেশি পেলেই ভাঙা হচ্ছে নিয়ম। নিয়ম ভঙ্গ করলেও ৬০ শতাংশ বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ঠিকই।