Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে দুই কিশোরী ধর্ষণের শিকার, আটক ২


১৯ আগস্ট ২০২০ ১৭:১৯

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৮ আগষ্ট) রাতে পীরগঞ্জ সেনুনা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পরিচয় থাকার কারণে সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের অটোচালক নয়ন পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার ভোলাপাড়া গ্রামের দুই কিশোরীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসে। রাতে নয়নসহ ৫ জন মিলে বাড়িতে এবং আখক্ষেতে নিয়ে ওই দুই কিশোরীকে ধর্ষন করে। ঘটনা জানার পর পুলিশ অভিযান চালিয়ে নয়ন ও সবুজ আলীকে আটক করেছে।

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম জানান, এ ঘটনায় ধর্ষনের শিকার এক কিশোরীর বাবা বাদি হয়ে পীরগঞ্জ থানায় আটক দুই জনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অন্য আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঠাকুরগাঁও ধর্ষণের শিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর