সরকারিভাবে করোনা পরীক্ষার ফি কমলো
১৯ আগস্ট ২০২০ ১৭:০০ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ ২০:০৭
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পরীক্ষায় মানুষের আগ্রহ বাড়াতে টেস্ট ফি কমানোর তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আগে সরকারি হাসপাতালে পরীক্ষার ফি ছিল ২০০ টাকা, যা নতুনভাবে করা হচ্ছে ১০০ টাকা এবং বাড়িতে নমূনা পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে করা হচ্ছে ৩০০ টাকা। এই ফি আগামী দুই-একদিনের মধ্যেই কার্যকর হবে।
বুধবার ( ১৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় মানুষ যাতে বেশি পরীক্ষায় অংশ নেয় এ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি (প্রধানমন্ত্রী) দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে করোনা পরীক্ষার এই নতুন ফি নির্ধারণ করে দেন।’
দেশে ভ্যাকসিন আনা প্রসঙ্গে চীন, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ সব দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভ্যাকসিনের গুণগত মান, সহজলভ্যতা, কার্যকারিতা বিচার-বিশ্লেষণ করা হচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।
কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৭০ ভাগ শয্যা খালি পড়ে থাকছে। এতে করে সেখানে বহুসংখ্যক চিকিৎসক, নার্স কর্মহীন বসে থাকছে। কাজেই যে সব হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা একেবারেই কম সেগুলোকে নন-কোভিড হাসপাতালে পরিণত করতে সরকার কাজ করছে। এতে নন-কোভিড রোগীরা আরও বেশি উপকৃত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।