Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে করোনা চিকিৎসায় ১২০ শয্যার হাসপাতাল চালু


১৯ আগস্ট ২০২০ ১৬:৩০

নোয়াখালী: নোয়াখালীতে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন ব্যবস্থাসহ ১২০ শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের প্রথম ও দ্বিতীয় তলায় এ হাসপাতাল চালু করা হয়। হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি রয়েছে দুটি ভেন্টিলেটর, তিনটি হাইপ্লো নেজাল ক্যানোলা সম্বলিত ৮ শয্যার একটি হাই কেয়ার ইউনিট। বিশেষায়িত এ হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে কোভিড রোগীদের নোয়াখালীতেই উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সিভিল সার্জন মাসুম ইফতেখার ও স্বাধীনতা চিকিৎক পরিষদের সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন উপস্থিত ছিলেন।

নোয়াখালী বিশেষায়িত হাসপাতাল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর