পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া গাড়ির চালক রিমান্ডে
১৯ আগস্ট ২০২০ ১৬:০৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২০ ১৮:৩৩
ঢাকা: মাইক্রোবাসের চাপায় নিহত পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া সেই মাইক্রোবাসের চালক মোহাম্মদ নাঈমকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোবারক আলী আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত এ আদেশ দেন।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) ওই চালককে রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
পর্বতারোহী রেশমা ধানমন্ডি এলাকায় আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি মিরপুর এলাকায় থাকতেন। নিয়মিত সাইক্লিং করতেন তিনি।
গত ৭ আগস্ট সাইকেল নিয়ে বের হলে সকাল ৯টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।