Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলার আসামির নূর মোস্তফার জামিন আবেদন খারিজ


১৯ আগস্ট ২০২০ ১৫:৫১

ঢাকা: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পার্বতীপুরের বিএনপি নেতা মামুনুর রশীদ ও তার বোন মিন তারিন সাথী নামে এক তরুণীকে হত্যা মামলার আসামি নূর মোস্তফা সুমন লাবুর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ আগস্ট) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ভার্চুয়াল শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আকতার রসুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন ডিএজি মো. বশির উল্লাহ।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সলের ২৯ নভেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার জসিম বাজার দোলাপাড়া মহল্লার একটি ভাড়া বাড়িতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শহর সংলগ্ন সরকারপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মামনুর রশিদ (৩৫) ও একই উপজেলা শহরের পোড়াভিটা গ্রামের মহেবুল ইসলামের মেয়ে সাথীকে (২৭) হত্যা করে। এরা দুজনেই মামাত ও ফুফুত ভাইবোন।

এছাড়া মামনুর রশিদ পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তেল ব্যবসায়ী। আর সাথী রংপুরের একটি কলেজে অনার্সের শিক্ষার্থী।

এ ঘটনায় মামুনের বড় ভাই আব্দুর রশীদ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ২২)।

পরে এ ঘটনায় একই বছরের ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার চৌমহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন সৈয়দপুরের পুরাতন পোড়ারহার মোহাম্মদ আলীর ছেলে।

আবেদন খারিজ জামিন মামালা হত্যা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর