Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ


১৯ আগস্ট ২০২০ ১৩:৫৭

চট্টগ্রাম ব্যুরো: ঢাকায় মানববন্ধনে দেওয়া একটি বক্তব্যের জেরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সনাতন ধর্মীয় অনুভূতিতে ‘আঘাতের’ অভিযোগ করা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে। অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণের আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালতে এই আরজি জমা দেওয়া হয়েছে। আদালত অভিযোগটি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী মিঠুন বিশ্বাস।

বিজ্ঞাপন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই গ্রামের বাসিন্দা বিপ্লব দে ‘সনাতন ধর্মের অনুসারী’ হিসেবে অভিযোগটি জমা দিয়েছেন। অভিযোগকারীর আইনজীবী মিঠুন বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘ঢাকায় ভাসানী পরিষদের এক সভায় রামায়ন ও মহাভারত সম্পর্কে যে মন্তব্য ডা. জাফরুল্লাহ চৌধুরী করেছেন তাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে। এজন্য দণ্ডবিধির ২৯৫ (ক) ও ৫০০ ধারায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি অভিযোগ মামলা হিসেবে গ্রহণের জন্য আদালতে জমা দিয়েছি। আদালত অভিযোগটি গ্রহণ করে বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন।’

মামলার আরজিতে বলা হয়েছে- গত ৯ আগস্ট বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত সমাবেশে বক্তব্যে দেওয়ার সময় জাফরুল্লাহ মন্তব্য করেন, ‘হিন্দু ধর্মের গ্রন্থ মহাভারত ও রামায়ন দুটোর মধ্যেই প্ররোচনা ও মিথ্যাচারের গল্পকাহিনী রয়েছে’। বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ ও প্রচার হয়েছে।

বিজ্ঞাপন

আরজিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জনসম্মুখে দেওয়া বক্তব্য মনগড়া, আপত্তিকর, ধর্মীয় বিদ্বেষমূলক ও বেআইনি। এতে সনাতনী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি হয়েছে।

ব্যক্তিগতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত এবং সম্প্রদায়ের মানহানিতে নিজের মানহানি অনুভব করে অভিযোগটি করেছেন বলে আরজিতে উল্লেখ করা হয়।

অভিযোগ গণস্বাস্থ্য কেন্দ্র টপ নিউজ ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ধর্মীয় অনুভুতিতে আঘাত সনাতন ধর্মাবলম্বী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর