Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্লাজমা’ ডোনেট করতে মুন্সীগঞ্জের ৪০ পুলিশ সদস্য ঢাকায়


১৯ আগস্ট ২০২০ ০২:২১

মুন্সীগঞ্জ: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শুরুর পর থেকেই সারাদেশে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। এই ভাইরাসের সংক্রমণ তাদের মধ্যেও ছড়িয়েছিল উল্লেখযোগ্য পরিমাণে। প্রাণও দিয়েছেন অনেকে। তবে মনোবল হারাননি, শুরু থেকে এখন পর্যন্তও সারাদেশে দায়িত্ব পালন করে চলেছেন নিষ্ঠার সঙ্গে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা পুলিশ সদস্যরা বরং এগিয়ে এসেছেন আক্রান্ত বাকিদের সেবায়, ডোনেট করছেন প্লাজমা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) মুন্সীগঞ্জে কর্মরত এমনই করোনাজয়ী ৪০ পুলিশ সদস্য প্লাজমা ডোনেট করলেন ঢাকায় এসে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা দিয়েছেন এই প্লাজমা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান বলেন, ৪০ জন পুলিশ সদস্য মঙ্গলবার সকালে বিশেষ একটি বাসে করে ঢাকার পথে রওনা দেন। সারাদেশে করোনা আক্রান্ত রোগীরা প্রয়োজনে যেন দ্রুত ও সহজে প্লাজমা পেতে পারেন, সেই লক্ষ্যেই মুন্সীগঞ্জ জেলা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় দু’জন পুলিশ পরিদর্শক, ১৬ জন উপপরিদর্শক (এসআই) ও পাঁচ জন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) রয়েছে প্লাজমাদাতার তালিকায়।

নাজমুর রায়হান জানান, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেনের নির্দেশনায় প্লাজমা ডোনেট করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স থেকে আরও ৫৭ জন পুলিশ সদস্য প্লাজমা দেওয়ার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালের পথে রওনা দেবেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ১৫৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন, সুস্থ হয়েছেন ১৪৮ জন সদস্য। সুস্থ এসব পুলিশ সদস্যরাই প্লাজমা ডোনেট করছেন।

প্লাজমা প্লাজামা ডোনার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স রাজারবাগ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর