Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চশমার দোকান বেহি ভিশনের ২৫ লাখ টাকা ভ্যাট ফাঁকি


১৮ আগস্ট ২০২০ ২২:৪৬ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ২৩:১০

ঢাকা: বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত চশমার দোকান বেহি ভিশন কেয়ার সরকারের প্রায় ২৫ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দা বনানীর সুবাস্তু সুরিয়া ট্রেড সেন্টারের বেহি ভিশন কেয়ার চশমার দোকানে গতকাল অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক শাহানা শিরীন। অভিযানকালে অভিজাত চশমার দোকান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি জব্দ করা হয়। এসব তথ্যাদি যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটি দুই উপায়ে ভ্যাট ফাঁকি দিয়েছেন।

বিজ্ঞাপন

মইনুল খান জানান, দোকানটি স্থাপনার ওপর ভাড়া প্রদর্শন করেছে মাসিক ১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু ভ্যাট গোয়েন্দারা দেখতে পান এই ভাড়ার পরিমাণ ৬ লাখ ৩৮ হাজার টাকা। তারা প্রকৃত ভাড়া গোপন করে স্থাপনার ভাড়ার ওপর প্রযোজ্য ভ্যাট ফাঁকি দিয়েছেন। এতে সরকারের ১৯ লাখ ১ হাজার টাকা ভ্যাট ফাঁকি হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানটি বিক্রয়ের তথ্যও গোপন করেছে। অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২০১৯ সালের জানুয়ারি থেকে ১ কোটি ২৫ লাখ টাকার চশমা ও চশমা সামগ্রী বিক্রয় করেছেন। এই বিক্রয় তথ্য ভ্যাট অফিসে প্রদর্শন করেননি। ফলে এই বিক্রির উপর ৫ শতাংশ হারে ভ্যাট ফাঁকি হয়েছে। এই ফাঁকির পরিমাণ ৫ লাখ ৯৩ হাজার টাকা।

বেহি ভিশনের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগে আজ মামলা দায়ের করে নিষ্পত্তির জন্য ঢাকা উত্তর কমিশনারের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চশমার দোকান বেহি ভিশন কেয়ার ভ্যাট ফাঁকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর