Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ লাইন, টাওয়ারের কাছে ঘুড়ি না উড়াতে অনুরোধ


১৮ আগস্ট ২০২০ ১৯:৪২

ঢাকা: বিদ্যুতের লাইন, উপকেন্দ্র ও বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি ঘুড়ি না উড়াতে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়ে ট্রিপ হওয়া কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো জনদুর্ভোগ এড়াতে এই অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে এ অনুরোধ জানিয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে— বিদ্যুতের সঞ্চালন লাইনের আশপাশে ঘুড়ি উড়ানোর প্রবণতা বেড়েছে। ছোট-বড় বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়ানোর সময় বিদ্যুতের টাওয়ার বা বৈদ্যুতিক তারের সঙ্গে প্রায়ই সুতা আটকে যায়। এতে করে কয়েকটি বিদ্যুতের লাইন শর্ট-সার্কিট হয়ে ট্রিপ হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে।

সম্প্রতি যেসব বৈদ্যুতিক লাইনে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে রয়েছে— আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি লাইন, ঘোড়াশাল-আশুগঞ্জ ২৩০ কেভি লাইন, ঘোড়াশাল-আশুগঞ্জ ১৩২ কেভি লাইন, ভুলতা-আশুগঞ্জ ৪০০ কেভি লাইন, হরিপুর-নরসিংদী ১৩২ কেভি লাইন, কুমিল্লা (উত্তর)-চৌদ্দগ্রাম ১৩২ কেভি লাইন, ময়মনসিংহ-নেত্রকোনা ১৩২ কেভি লাইন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ১৩২ কেভি লাইন।

মন্ত্রণালয় বলছে, শর্ট সার্কিট ছাড়াও ভেজা অবস্থায় মোটা সুতা বিদ্যুতের তারের সংস্পর্শে থেকে জনবসতি এলাকায় পড়লে বিদ্যুতায়িত হয়ে জীবন ও সম্পদের অনাকাঙ্ক্ষিত ক্ষতির আশঙ্কা থাকে। তাই বিদ্যুতের লাইন, উপকেন্দ্র ও বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি ঘুড়ি না উড়াতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

উপকেন্দ্র ঘুড়ি উড়ানো টপ নিউজ বৈদ্যুতিক টাওয়ার বৈদ্যুতিক লাইন

বিজ্ঞাপন

সারা দেশে বন্ধ ট্রেন চলাচল
২৮ জানুয়ারি ২০২৫ ০৯:২৪

আরো

সম্পর্কিত খবর