Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত, পণ্য ওঠানামার কাজ বন্ধ


১৮ আগস্ট ২০২০ ১৯:০৬

বাগেরহাট: বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজও (মঙ্গলবার) চলছে। এতে মোংলা বন্দরের সার ও ক্লিংকারসহ পণ্যবাহী ১৫টি বিদেশী বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন মুঠোফোনে এতথ্য নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিপাতে মোংলা বন্দরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। যখন বৃষ্টি কমছে তখন কাজ শুরু হচ্ছে, আবার যখন বাড়ছে তখন বন্ধ থাকছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের কার্যক্রম।

বিজ্ঞাপন

এদিকে বৃষ্টির পানিতে মোংলা পৌর শহর ও শহরতলীর নিম্নঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বেশ কিছু চিংড়ি ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুজ্জামান বলেন, সকাল থেকে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। টানা বৃষ্টিপাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও রিক্সা-ভ্যান চালকেরা।

টানা বৃষ্টিপাত মঙ্গলবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে মোংলা আবহাওয়া অফিস।

মোংলা বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর