যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট ট্রাম্প: মিশেল ওবামা
১৮ আগস্ট ২০২০ ১৬:৩৮
ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ভুল প্রেসিডেন্ট হিসেবে অ্যাখ্যা দিয়ে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যখনই নেতৃত্ব কিংবা সান্ত্বনা পেতে হোয়াইট হাউজের দিকে তাকিয়েছেন কিংবা স্থিরতা দেখতে চেয়েছেন, তখনই পেয়েছেন বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহমর্মিতার ভয়াবহ ঘাটতি। খবর রয়টার্স।
সোমবার (১৭ আগস্ট) ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনের প্রথম রাতে এক জ্বালাময়ী বক্তৃতায় মিশেল ওবামা এসব কথা বলেছেন।
এদিকে, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প চলতি চার বছরের মেয়াদে যে পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তার ইতি টানতে ভোটাররা সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে বেছে নেবেন বলে মন্তব্য করেছেন মিশেল।
বক্তৃতায় মিশেল ওবামা বলেন, ট্রাম্প যে প্রেসিডেন্ট পদে যোগ্য, তা প্রমাণের জন্য প্রচুর সময় পেয়েছিলেন। কিন্তু, করোনাভাইরাস মহামারি, অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি আর বর্ণ বৈষম্যের চক্করে ঘুরপাক খাওয়া একটি দেশের সময়ের চাহিদা পূরণ করতে তিনি ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, যদি এই নির্বাচনে আমরা পরিবর্তন না আনতে পারি তবে পরিস্থিতি এর চেয়েও খারাপের দিকে যেতে পারে।
এছাড়াও, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ডেমোক্রেট কনভেনশনের উদ্বোধনী বক্তব্য থেকে ট্রাম্পকে হারাতে তার দলের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
জো বাইডেন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ মিশেল ওবামা