Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিববর্ষে কোটি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বিপ্লব হবে’


১৮ আগস্ট ২০২০ ১৬:২১

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী [ফাইল ছবি]

ঢাকা: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির মধ্য দিয়ে দেশে সবুজ বিপ্লব হবে। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী দেশে আসার পর ১৯৮৪ সাল থেকে প্রতিবছরই কৃষক লীগের মাধ্যমে গাছ লাগাতেন। প্রতিবছর বর্ষা মৌসুমের তিন মাসই এই কর্মসূচি চলতো। এখনও সেই ধারা অব্যাহত আছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় সংসদ ভবন চত্বরে ‘মুজিববর্ষ ২০২০’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ আয়োজিত বৃক্ষ চারা রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগস্ট শোকের মাস। ১৫ আগস্টের ঘটনা, একটি জঘন্যতম ঘটনা। খুনিরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। তাদের হাত থেকে নারী, শিশু, গর্ভবতি মাও রক্ষা পায়নি। করোনা মহামারির কারণে জাতির পিতার জন্মশতবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন আনতে হয়েছে। তবে সারাদেশে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি চলমান আছে। প্রধানমন্ত্রী নিজে এ কর্মসূচির উদ্বোধন করেছেন। এ আহ্বানে সাড়া দিয়ে মুজিববর্ষে সারাদেশে এক কোটির বেশি গাছের চারা রোপণ করা হবে।

তিনি বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকেন। বিশ্বে দ্বিতীয় কোন রাজনৈতিক দল এভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেনা। এজন্যই সারাবিশ্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিবেশবান্ধব রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃত।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৃতি ও মানুষকে নিয়ে সোনারবাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধু সেই ধরনের মানুষ যিনি প্রকৃতির সঙ্গে ছিলেন।  ‘সোহরাওয়ার্দী উদ্যান’ কিন্তু উদ্যান ছিলনা। এখানে ঘোড়ার দৌড় হত এবং সেটা নিয়ে বাজি খেলা হত। বঙ্গবন্ধু সেটা বাতিল করে দিয়ে সেখানে তিনি উদ্যান করেছেন। রাজধানীবাসীকে স্বাস্থ্যকর ও ফুসফুসের প্রশান্তির  জন্য  বঙ্গবন্ধু একটি উদ্যান উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু সমুদ্র তীরবর্তী  উপকূলীয় এবং সুন্দরবন এলাকায় গাছের চারা লাগিয়েছেন। এগুলো আজকে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে দেশকে সুরক্ষা করতে বৃক্ষরোপণ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘মুজিববর্ষ’ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ  করে। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ২৬ জুলাই সংসদ ভবন চত্বরে বৃক্ষ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে ৫০০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

গাছের চারা রোপণ কর্মসূচি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর