Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে


১৮ আগস্ট ২০২০ ১৫:৫৮

ঢাকা: পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন পুঁজিবাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। সেইসঙ্গে কমেছে সব সূচক এবং আর্থিক ও শেয়ার লেনদেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) টানা দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচকের বড় পতন হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্বস্থি দেখা দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে পর পর দুদিন বড় দরপতন হলেও আতঙ্কের কিছু নেই। আগের কয়েকদিন পরপর সূচকের উত্থানের কারণে বিনিয়োগকারীদের অনেক শেয়ার বিক্রি করে তাদের লভ্যাংশ তুলে নিচ্ছেন। এতে করে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় মঙ্গলবারও দিনশেষে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন।

এদিকে মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৬টি প্রতিষ্ঠানের ৪১ কোটি ১৪ লাখ ৩ হাজার ৭৫১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২৬৮টির এবং ২১টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২০ পয়েন্টে নেমে আসে। ডিএসইর শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৮ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে ১ হাজার ৫২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি আগের দিনের চেয়ে ৩৫৬ কোটি টাকা কম।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮২টি প্রতিষ্ঠানের ১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ২৫৫টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেষার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৮৫টির এবং ২৭টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৫১৩ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ২৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

বিজ্ঞাপন

টপ নিউজ পুঁজি বাজার লেনদেন সূচক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর