মেঘলা আকাশ থেকে ক্ষণে ক্ষণে ঝরবে বৃষ্টি
১৮ আগস্ট ২০২০ ১৪:১০ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ২৩:২১
ঢাকা: রাজধানী ঢাকার আকাশে আজ সারাদিনই থাকবে মেঘাচ্ছন্ন। মেঘলা আকাশ থেকে সময়ে সময়ে ঝরবে বৃষ্টিও। একই পরিস্থিতি থাকবে দেশের মোট ১৬টি অঞ্চলে। বৃষ্টির জন্য আবহাওয়া অফিস এসব অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, ফরিদপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ফের একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে প্রদেশটির বেশ কয়েকটি জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে কলকাতাতেও।