Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজর সিনহা হত্যা: এবার এপিবিএনে’র ৩ সদস্য গ্রেফতার


১৮ আগস্ট ২০২০ ১১:৫৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ১২:০৪

সিনহা মোহাম্মদ রাশেদ খান, ফাইল ছবি

ঢাকা: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় এবার এপিবিএনে’র তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই তিন এপিবিএন সদস্য ঘটনার রাতে চেকপোস্টে দায়িত্বরত ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেফতারকৃত এ তিন জনেরও ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। এ নিয়ে সিনহা হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হলো।’

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ৩ এপিবিএনের সদস্যরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। ঘটনার দিন এই তিনজনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার মেজর (অব.) সিনহা হত্যার ঘটনায় ৩১ আগস্ট চেকপোস্টে দায়িত্বপালনকারী ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তারাও জড়িত বলে বেশ কিছু তথ্য পেয়েছে তদন্ত দল। তাই মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হবে।

এপিবিএন গ্রেফতার চেকপোস্ট টপ নিউজ সিনহা মো. রাশেদ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর