Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে


১৮ আগস্ট ২০২০ ০৮:২৭

ঢাকা: রাজধানীর রামপুরায় স্বামীর বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার মোহর আলীকে (২৮) নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম চৌধুরী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

গত রোববার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে ধর্ষণের শিকার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

জানা যায়, রামপুরা পূর্ব হাজিপাড়ায় স্বামীর সঙ্গে থাকেন ওই নারী। আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে তারা বেকার। গত শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। স্বামী রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর স্বামীর বন্ধু মোহর আলী বন্ধুর স্ত্রীকে ফোন দিয়ে বলে যে, ‘বন্ধু তার বাসায় এসেছে, সে যেনো এসে তাকে বুঝিয়ে নিয়ে যায়।’ এরপর রাত সাড়ে ১০টার দিকে ওই নারী পূর্ব হাজিপাড়ায় মহর আলীর বাসায় গেলে সেখানে তার স্বামীকে দেখতে পায় না। তখন মোহর আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে রোববার (১৬ আগস্ট) দুপুরে স্বামী-স্ত্রী থানায় এসে মোহর আলীর বিরুদ্ধে মামলা করে। এর পরপরই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়। আর গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ধর্ষণের ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান এসআই রেজাউল করিম।

বিজ্ঞাপন

আদালত গ্রেফতার ধর্ষণের অভিযোগ বন্ধুর স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর