Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিবিএসের পরিসংখ্যান তথ্যনির্ভর, সিপিডি’র বক্তব্য অনুমাননির্ভর’


১৮ আগস্ট ২০২০ ০২:০৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২০ ০২:১০

ঢাকা: সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করায় সেন্টার ফর ডায়ালগের (সিপিডি) সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলছেন, গত অর্থবছরে ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি অর্জিত হয়েছে বলে বিবিএসের যে পরিসংখ্যান, তা তথ্যনির্ভর। অন্যদিকে সিপিডি’র বক্তব্য অনুমাননির্ভর।

সোমবার (১৭ আগস্ট) এক অনলাইন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনা বিষয়ক বৈঠকটি আয়োজন করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

গত ১০ আগস্ট বিবিএস তাদের ওয়েবসইটে এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাসের অভিঘাত মোকাবিলা করেও ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ২৪ শতাংশ। রোববার (১৬ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জিডিপি’র এই হিসাব নিয়ে প্রশ্ন তুলে সিপিডি’র পক্ষ থেকে বলা হয়, বিবিএসের পরিসংখ্যান বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এই পরিসংখ্যান একটি রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে

সোমবারের অনলাইন বৈঠক শেষে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, ‘জিডিপি হিসাব যারা করেন তাদের দু’টি ভিত্তির ওপর নির্ভর করতে হয়। তার একটি তথ্যনির্ভর, আরেকটি অনুমান নির্ভর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপি নিয়ে যে পরিসংখ্যান দিয়েছে, তা তথ্যনির্ভর। আর সিপিডি যা বলছে, তা অনুমাননির্ভর।’ তাদের তথ্য কতটা গ্রহণযোগ্য হতে পারে— প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, সিপিডি বলে বেড়ায়। আর আমরা যা বলি, তা প্রমাণ করার চেষ্টা করি। যখন যা বলেছি, সব সঠিক হয়েছে। আমরা কাজ দিয়ে প্রমাণ করি। কে কী বললো, তা দেখার সময় নেই।

বিজ্ঞাপন

সিপিডি কিসের ভিত্তিতে তথ্য দিয়ে থাকে?— এ প্রশ্ন রেখে অর্থমন্ত্রী নিজেই বলেন, আমরা যদি আগের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮ দশমিক ২ শতাংশ বলতাম, তাহলে তারা ( সিপিডি) বলতে পারত এটা কিভাবে হলো। আমি তো ৫ দশমিক ২ শতাংশ বলেছি। সেখানেও তাদের সন্দেহ। সরকার তথ্য-উপাত্তের ভিত্তিতে জিডিপি নির্ধারণ করে— বলেন তিনি।

সিপিডি বরং সরকারের তথ্যকেই কাঁচামাল হিসেবে ব্যবহার করে উল্লেখ করে আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ১০ বছর ধরে দেখা যাচ্ছে, সিপিডি সরকারের তথ্য উপাত্ত কাঁচামাল হিসেবে ব্যবহার করে। এটা তাদের একধরনের ব্যবসা। সরকার বাজেট ঘোষণার পরপরই তারা সরকারের সব তথ্য-উপাত্তর ব্যবহার করেই অনুষ্ঠান করে।

রাজস্ব আদায় সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ২ লাখ ২৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আর ২০১৯-২০ অর্থবছরে ২ লাখ ১৮ হাজার কোটি টাকা আদায় হয়েছে। এ চিত্রই তো বলে দিচ্ছে জাতীয় প্রবৃদ্ধি কেমন হওয়ার কথা।

ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফ কামাল জিডিপি জিডিপি প্রবৃদ্ধি টপ নিউজ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর