বিস্ফোরক তৈরির কাঁচামাল টলুইন বিক্রি, ৫ প্রতিষ্ঠান সিলগালা
১৭ আগস্ট ২০২০ ২১:৩৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ ২১:৪৩
ঢাকা: রাজধানীর ওয়ারীর টিকাটুলী এলাকায় দুটি ভবনে দাহ্য ও বিস্ফোরণযোগ্য কেমিক্যাল মজুদ রাখা ও বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা ও স্বত্তাধিকারীদের আটক করা হয়েছে। ভবন দুটিতে টলুইন নামের একটি কেমিক্যাল পাওয়া গেছে যা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ওয়ারীর এলাকার বিভিন্ন আবাসিক ভবনে অবস্থিত কেমিক্যাল গোডাউনে অভিযানের পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার বিকেল থেকে বিসিআইসি এর এক্সপার্টিজদের সহায়তায় রাজধানীর টিকাটুলী এলাকায় অভিসার সিনেমা হলের বিপরীত পাশে অবস্থিত ২৭ রাসেল সেন্টারের ১০তলা আবাসিক ভবনে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায় গাড়ি পার্কিংয়ের জায়গায় কেমিক্যাল মজুদ, বণ্টন ও বিক্রয় চলছে। সে সময় সেখানে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, হাইড্রোফ্লোরিক এসিড, আইসোপ্রোফাইল ও মিথানল পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘আইসোপ্রোফাইল ও মিথানল এ দুটি মাদক হিসেবেও ব্যবহৃত হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তা রাখার সুযোগ নেই। এছাড়া সেখানে টলুইন নামের একটি কেমিক্যালও পাওয়া যায়। আমাদের সঙ্গে থাকা বিসিআইসির বিশেষজ্ঞ দল জানিয়েছেন, এই কেমিক্যালের নানা ধরনের ব্যবহারের থাকলেও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। আর এসব মজুদ, বণ্টন ও বিক্রয়ের ফলে ওই ভবন ও এর আশেপাশের ভবনগুলো অত্যন্ত ঝূঁকিপূর্ণ এলাকাতে পরিণত হয়েছে। তাই ইয়াসিন সায়েন্টিফিক কোম্পানির স্বত্তাধিকারী মো. আবদুস সালাম, যমুনা সায়েন্টিফিক কোম্পানির স্বত্তাধিকারী নূর মোহাম্মদ হাওলাদার, শাজাহান ও জসিম সায়েন্টিফিক যার মালিক শাহজাহান এবং জসিমকে আটক করা হয়।’
এছাড়া পাশের আরেকটি ভবনের মাহির ইন্টার ন্যাশনাল কোম্পানির স্বত্তাধিকারী সাজ্জাদুল হাসান মাসুদ, মর্ডান সায়েন্টিফিক কোম্পানির স্বত্তাধিকারী ফারুক হোসেনকে না পাওয়ায় তত্ত্বাবধায়ক ইমরান হোসেনকে আটক করা হয়েছে। সবার ক্ষেত্রেই মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সারাবাংলাকে জানান ম্যাজিস্ট্রেট।