Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি-জামায়াতের আশ্রয়ে থাকায় জঙ্গি নির্মূল করা যাচ্ছে না’


১৭ আগস্ট ২০২০ ১৭:১৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ ১৭:৪৯

চট্টগ্রাম ব্যুরো : বিএনপি-জামায়াতের আশ্রয়ে থাকায় দেশ থেকে জঙ্গি নির্মূল করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ‘কোভিড কেবিন ব্লক’ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ অভিযোগ করেন। ২০০৫ সালের এদিনে দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রসঙ্গে বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযানের প্রেক্ষাপটে এ অভিযোগ আনেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৫ সালের এদিনে দেশের ৬৩ জেলায় একযোগে ৫’শরও বেশি জায়গায় বোমা হামলা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত জোট সরকার তখন ক্ষমতায় ছিল। তাদের আশ্রয়-প্রশ্রয়ে জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করেছিল। জঙ্গিরা শক্তিশালী হয়েছিল। জঙ্গিরা সেই শক্তি প্রদর্শন করার জন্যই তখন ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছিল।’

জঙ্গিবিরোধী অভিযানের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গি দমনে বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক বেশি সফলতা দেখিয়েছেন। আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি, সেই দাবি করবো না। তবে জঙ্গি দমন করা সম্ভব হয়েছে। জঙ্গি নির্মূল করাও সম্ভব হতো যদি বিএনপি-জামায়াত তাদের আশ্রয়-প্রশ্রয় না দিত।’

‘একসময় বিএনপি-জামায়াত জোটে যারা ছিল, তাদের মধ্যে অনেকেই স্লোগান দিত- আমরা সবাই তালেবান, বাংলাদেশ হবে আফগান। তারা কিন্তু এখনও ২০ দলীয় ঐক্যজোটের মধ্যেই আছে। সুতরাং বিএনপি-জামায়াত যদি জঙ্গিদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দিত, তাহলে জঙ্গিদের পুরোপুরি নির্মূল করা সম্ভব হতো।’

বিজ্ঞাপন

সরকার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হয়েছি। শুরুতে যেভাবে আশঙ্কা করা হয়েছিল, করোনা ভাইরাসে হাজার হাজার মানুষ মারা যাবে, রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, হাসপাতালে শয্যা পাওয়া যাবে না- সেটা হয়নি। এ ধরনের অনেক আশঙ্কার কথা বিশেষজ্ঞরা বলেছিলেন। কথায় কথায় যারা সরকারের সমালোচনা করেন, তারাও বলেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে সেই পরিস্থিতি হয়নি।’

জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সরকার সক্ষম হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

নগরীর ফয়’সলেক এলাকায় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ‘কোভিড কেবিন ব্লক’ উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন, বোর্ড সদস্য ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, প্রফেসর মো. নুরুল আমিন, জাহাঙ্গীর আলম খান, ডা. ইফতেখার উদ্দিন চৌধুরী।

জঙ্গি টপ নিউজ ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী বিএনপি-জামায়াত

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর