Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিস নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা


১৭ আগস্ট ২০২০ ১৬:৫৩

ফাইল ছবি

ঢাকা: এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযান চলছে। অভিযানের ৭ম দিনে ৭০টি স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়েছে। আর এজন্য জরিমানা আদায় করেছে সোয়া লাখ টাকা।

সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ডিএনসিসি এলাকার ১৩ হাজার ৫০৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এ লার্ভা পাওয়া যায়। এ সময় ৮হাজার ১৭৪টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। অভিযান চলাকালে ২০টি মামলায় এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে আজ পর্যন্ত মোট ৯১ হাজার ৮৭১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৪৯৩টিতে এডিসের লার্ভা এবং ৫৪ হাজার ২৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হলো।

চিরুনি অভিযান জরিমানা ডিএনসিসি সোয়া লাখ টাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর