Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলবাসীদের সতর্ক থাকার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর


১৭ আগস্ট ২০২০ ১৬:০৮

সাভার: সমুদ্রবন্দরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাব থাকার কারণে মাছ ধরার ট্রলারসহ স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। তিনি বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত আছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ও আগামীকাল সবাইকে সতর্ক থাকার সতর্ক থাকতে হবে।’

সোমবার (১৭ আগস্ট) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ও ধামসোনা ইউনিয়নে স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. এনামুর রহমান বলেন, সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারীভাবে সাহায্য করা হবে। নদীগর্ভে যাদের ঘরবাড়ি বিলিন হয়ে গেছে তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে বাড়ি করে দেওয়া হবে।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ,স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ধামসোনা ইউনিয়নের ইউপি সদস্য শফি উদ্দিন,পাথালিয়া ইউনিয়নের ইউপি সদস্য শফিউল আলম সোহাগসহ আরও অনেকে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর