Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার নাশকতার ৪ মামলায় হাইকোর্টের আদেশ বহাল


১৭ আগস্ট ২০২০ ১৫:৪৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ ১৭:৫৭

ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

মামলার বিবরণে জানা যায়, রাজধানীর দারুসসালাম থানায় তিন মামলা ও যাত্রাবাড়ী থানায় এক মামলার কার্যক্রম ২০১৭ সালের ১৩ এপ্রিল স্থগিত করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ ।

ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ আজ এ আদেশ দেন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।

খালেদা টপ নিউজ মামলা রিষ্পত্তি রুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর