Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতিতে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিস্তার বিএনপির হাত ধরেই’


১৭ আগস্ট ২০২০ ১৫:৪০ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ ২১:২৭

ফাইল ছবি

ঢাকা: এদেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িকতার বিস্তার বিএনপির হাত ধরেই হয়েছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সড়ক ও প‌রিবহণ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তি‌নি ব‌লেন, ‘দলটি গোপনে দেশকে পাকিস্তান বানাতে কাজ করছে। তাদের প্রতিহত করতে সজাগ থাকতে হবে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়। কিন্তু যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা আছেন, আগামীর সমৃদ্ধির ধারা এগিয়ে যাবেই।’

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) দুপু‌রে ‘সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে’ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তি‌নি আ‌রও ব‌লেন, সকল ষড়যন্ত্র মাড়িয়ে মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে অদম্য গতিতে। সম্মিলিত প্র‍য়াসে দেশকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

জিয়াউর রহমানের করা দেশ বিরোধী ও জাতির পিতাকে হত্যার পরিকল্পনার ধারাবাহিকতা ধরে রেখে বিএনপি ক্ষমতায় ছিল জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, ‘এরই দৃষ্টান্ত ১৭ ও ২১শে আগস্টের নৃশংস কর্মকাণ্ডসহ অপারেশন ক্লিনহার্টের বিচারবিহীন হত্যাকাণ্ড।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ মন্তব্য করেন, মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসী জিয়ার স্বাধীনতা পরবর্তী সময়ের কর্মকাণ্ড প্রমাণ করে। পাকিস্তানের এজেন্ট হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন জিয়া। বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন জিয়াউর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য প্রমান করতে। বঙ্গবন্ধুসহ সকল হত্যাকাণ্ডের পরিকল্পনা ও যড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার ও এদের সমর্থনকারীদের প্রতিহত করার আহ্বান জানান তি‌নি।

সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিএনপি তাদের বিভিন্ন সময় করা অপকর্ম উগ্রবাদীদের কাঁধে চাপিয়ে দিয়ে মিথ্যার ওপর ভর করে রাজনীতি করছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

দেশবিরোধী শত্রুদের ব্যাপারে সজাগ থেকে সকল যড়যন্ত্র মোকাবিলা করে  নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

লিটনের দুই অনুপ্রেরণা কারা?
১৩ জানুয়ারি ২০২৫ ১১:১৩

আমার প্রমাণ করার কিছু নেই: লিটন
১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫২

আরো

সম্পর্কিত খবর