যুক্তরাষ্ট্রে করোনায় ১ লাখ ৭০ হাজার মৃত্যু
১৭ আগস্ট ২০২০ ১২:৫২ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ ১৫:৩০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ৫২ জনে।
এর আগে, রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রজুড়ে ৪৮৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, অঙ্গরাজ্যগুলোর মধ্যে ফ্লোরিডা, টেক্সাস ও লুসিয়ানায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে হুঁশিয়ার করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
ইতোমধ্যেই, ৫৪ লাখেরও বেশি শনাক্ত রোগী নিয়ে নতুন করোনাভাইরাস সংক্রমণে বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে পরীক্ষার সংখ্যা এখনও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশকৃত স্তরে উন্নীত করতে না পারায় দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা রয়েছে। অধিকাংশ অঙ্গরাজ্যেই নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও হাওয়াই, সাউথ ডাকোটা ও ইলিনয়ে সংক্রমণ বাড়ছে।
অন্যদিকে, শরৎ ও শীতকালে যুক্তরাষ্ট্রজুড়ে সিজনাল ফ্লু-র প্রকোপ দেখা দেয়। শরৎ প্রায় চলে আসায় এ সময়টিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা।
এ ব্যাপারে, সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোলের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড ওয়েভ এমডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন, যদি জনগণ স্বাস্থ্য বিষয়ক গাইডলাইন মেনে না চলে তাহলে যুক্তরাষ্ট্র সম্ভবত ‘সবচেয়ে খারাপ শরৎকাল’ কাটাবে।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৭২ হাজার ১৮৬ জনে দাঁড়িয়েছে এবং এ পর্যন্ত ৭ লাখ ৭৫ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এর প্রায় এক-চতুর্থাংশ আক্রান্ত ও মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র ভাইরাসটির বৈশ্বিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।