Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে হাসপাতাল কোয়ার্টার থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার


১৭ আগস্ট ২০২০ ০০:৪৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ ০০:৫০

ঢাকা: জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক সুলতানা পারভীনের (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে লাশ তার উদ্ধার করে পুলিশ।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, শনিবার রাতে ডিউটি শেষে কোয়ার্টারে ফিরেছিলেন সুলতানা পারভীন। রোববার সারাদিন বাসা থেকে বের না হওয়ায় সন্দেহ হলে পুলিশসহ হাসপাতালের অন্যান্যদের সাথে নিয়ে কোয়ার্টারে তার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ পাওয়া যায়।

বিজ্ঞাপন

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাক্তার সুলতানা পারভীন আত্মহত্যা করেছেন। তার শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। ৫টি প্যাথেডিন ও একটি সিরিঞ্জ তার বালিশের নিচে পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার ও সার্কেল এসপি ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সুলতানা পারভীন ৩০তম বিসিএসের মেডিকেলের (গাইনি) ছাত্রী ছিলেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার আলাউদ্দিন আজাদের কন্যা। তিনি ঢাকার মোহাম্মদপুরের ২৮/এ নং বাসা, রোড নং-৩, মোহাম্মদী আবাসিক এলাকায় থাকতেন। তিনি মেলান্দহ হাসপাতালে কর্মরত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।

আবাসিক কোয়ার্টার গাইনি চিকিৎসক টপ নিউজ স্বাস্থ্য কমপ্লেক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর