Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামরাইয়ে বন্যার্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ


১৬ আগস্ট ২০২০ ১৯:২৮

ঢাকা: ঢাকার ধামরাইয়ে বন্যার্ত মানুষদের কাছে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১৬ আগস্ট) দুপুরে ধামরাইয়ের কুল্লা ও সোমভাগ এলাকায় কয়েকশ’ বানভাসি মানুষকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।

বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, লবণ, চিড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল সোলায়মান কবিরসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া, খুলনা নৌ অঞ্চলের পক্ষ হতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বন্যাদূর্গত এলাকার প্রায় ৪০০ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, মুড়ি ও গুড় দেওয়া হয়েছে।

ত্রাণ সহায়তা বানভাসি মানুষ বাংলাদেশ নৌবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর