Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু ৩২ জনের, শনাক্ত ২০২৪


১৬ আগস্ট ২০২০ ১৭:২৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২০ ২০:২৬

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছে। একই সময়ে দুই হাজার ২৪ জনের শরীরে এই ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আর আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ নিয়ে দেশে মোট ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হলো। এর মধ্যে ৩ হাজার ৬৫৭ জন মারা গেলেন। আর মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৭টি পরীক্ষাগারে ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সময়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ১৮টি। এর মাধ্যমে দেশে মোট ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ২ হাজার ২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে, এ পর্যন্ত মোট শনাক্ত বিবেচনায় করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। অন্যদিকে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের মধ্যে নারী ২৫ জন, পুরুষ সাত জন। বয়সের হিসাবে এই ৩২ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৯ জন। এছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী তিন জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী আরও একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে একজন।

বিজ্ঞাপন

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর