Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামরাইয়ে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত


১৬ আগস্ট ২০২০ ১৩:০০

সাভার: সাভারের ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন— ধামরাইর উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব (২১) ও আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তারা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, দুপুরে ওই দুই শিক্ষার্থী একটি মোটরসাইকেলে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে সামনে থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থী মারা যান। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে মানিকগঞ্জ গোলরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, সাকুরা পরিবহনের চালক ওই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনা নিশ্চিত করে মানিকগঞ্জ গোলরা হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনা সাভার

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর