Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে পিকআপ উল্টে দুইজনের মৃত্যু


১৬ আগস্ট ২০২০ ১০:৫৫

গাজীপুর: ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর হোতাপাড়া এলাকায় পিকআপ উল্টে দুইজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মসিংহের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে পিকআপটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর হোতাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের দুইজন নিহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতদের পরিচয় শনাক্তসহ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ইনচার্জ মশিউর রহমান।

গাজীপুর পিকআপ উল্টে মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর