ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যানসহ করোনায় আক্রান্ত আরও ৩০
১৬ আগস্ট ২০২০ ১০:৪৫ | আপডেট: ১৬ আগস্ট ২০২০ ২২:১৯
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যানসহ ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সদর উপজেলায় ১২, বালিয়াডাঙ্গীতে ৬, পীরগঞ্জে ৪ ও হরিপুরে ৮ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েলসহ ৩০ জন নতুন করে করোনায় আক্রান্ত হলেন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৪৭ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৬ জন এবং মারা গেছেন ১০ জন।