Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বাংলাদেশের সবকিছুর সাথে মিশে আছেন: গাজী গোলাম মর্তুজা


১৫ আগস্ট ২০২০ ২০:৩২

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের সবকিছুর সাথে মিশে আছেন। ১৫ আগস্ট প্রতিবছর আমাদের মাঝে আসে। প্রতিবছর আমরা পালন করি। কিন্তু আমরা ভুলে যাই বঙ্গবন্ধু আমাদের কি দিয়ে গেছে। তিনি আমাদের দেশ দিয়ে গেছেন, ভাষা দিয়ে গেছেন, সংবিধান দিয়েছেন। এটা আমাদের সবার মনে রাখতে হবে।’

শনিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলার ৬টি স্থানে আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, ‘আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে দুবাই-মালয়েশিয়াবাসীরা বাংলাদেশে এসে কাজ করতো। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকারীরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি বাংলাদেশের ভবিষ্যৎকে হত্যা করে দিয়েছিলো।’

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা কুশীলব ছিলেন তাদের বিচার দাবি করে তিনি বলেন, ‘২১টি বছর আমার নেত্রী তার বাবা এবং পরিবার হত্যার বিচার পাননি। বঙ্গবন্ধুর হত্যাকারীরা সংসদে বসেছে, পতাকার গাড়িতে চড়েছে। কারা তাদের প্রশ্রয় দিয়েছিলো মাথা গোজার জায়গা দিয়েছিলো? প্রত্যেকটা লোকের বিচার করা উচিত। তারা বঙ্গবন্ধুকে হত্যার পরে করে ফ্রিডম পার্টি। তাদের মার্কা ছিলো কুড়াল। আমার এখনো মনে পড়ে, ছোট বাচ্চা ছিলাম।’

বিজ্ঞাপন

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার আপনার মা (খালেদা জিয়া) এবং বাবা (জিয়া) করেন নাই। আপনারা এখনও খুনিদের সাথে ফোনে কথা বলেন, আর তাদের সাথে ঘোরেন। আপনাদের মুখে বড় বড় কথা শোভা পায় না।’

বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া চেয়ে গাজী গোলাম মর্তুজা বলেন, ‘একটা জিনিস আপনারা সবাই মনে রাখবেন, বঙ্গবন্ধু আমাদের জন্য ওনার জীবন দিয়ে গেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা সবাই বঙ্গবন্ধুর জন্য দোয়া করব এবং ওনার সুযোগ্য সন্তান আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব। আল্লাহ যেনো ওনাকে সুস্থ রাখেন।’

অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা প‌রিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র র‌ফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ক‌লি, উপজেলা যুবলীগের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিনসহ অনেকে।

১৫ আগস্ট গাজী গোলাম মর্তুজা পাপ্পা বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর