Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে কামরাঙ্গীরচরে দোয়া মাহফিল-খাবার বিতরণ


১৫ আগস্ট ২০২০ ২০:১৫

ঢাকা: রাজধানী কামরাঙ্গীরচরে জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে শোকদিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়। কামরাঙ্গীরচরের প্রতিটি মসজিদে দোয়া ও তোবারক বিতরণ করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ও স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলামের দিকনির্দেশনা ও পরামর্শে ৫৫, ৫৬ ও ৫৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলররা স্থায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্যোগে এসব আয়োজন করা হয়। করোনায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শোকদিবস পালন করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শোকদিবস পালন উপলক্ষে কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, ‘জাতীয় শোকদিবস পালন উপলক্ষে আমরা প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরান খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছি। করোনাকালীন সময়ে আমরা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শোক দিবস পালন করছি।’ এসব আয়োজনে কামরাঙ্গীরচরের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অংশ নেন।

দোয়া মাহফিল শোক দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর