Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে করোনায় মৃত্যু ৩৬শ’ ছাড়ালো, শনাক্ত পৌনে ৩ লাখ


১৫ আগস্ট ২০২০ ১৮:৩৮ | আপডেট: ১৫ আগস্ট ২০২০ ২১:৫৮

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছয়শ’ ছাড়ালো। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৬২৫ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েঠে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। এ পর্যন্ত পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭ টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮০০টি। এর আগের দিনের কিছুসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি। এর মধ্যে ২ হাজার ৬৪৪ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। আর এখন পর্যন্ত ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। এ পর্যন্ত পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ জন পুরুষ ও ১০ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। এখন পর্যন্ত পুরুষ ২ হাজার ৮৬৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭৬০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৮ মার্চ দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম করোনায় আক্রান্তের মৃত্যু ঘটে।

করোনা আপডেট মৃত্যু শনাক্ত স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর