Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ ৫ কর্মকর্তা গ্রেফতার


১৫ আগস্ট ২০২০ ১৮:০৮

যশোর: জেলা শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত ও আরও অন্তত ১৫ জন আহতের ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় কেন্দ্র তত্ত্বাবধায়কসহ পাঁচ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা সুপার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সেখানে কর্মরত আরও ৯ জনকে প্রাথমিক জিজ্ঞাসবাদ করা হয়। জিজ্ঞাসবাদের ভিত্তিতে ৫ জনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকোসোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, ফিজিক্যাল ইন্সট্রাকটর শাহানূর এবং ওমর ফারুক।

গতকাল রাতে কোতোয়ালী থানায় এ বিষয়ে মামলা হয়েছে। মামলা নং ৩৫। সে মোতাবেক আসামিদের আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

গ্রেফতার তিন কিশোর নিহত শিশু উন্নয়ন কেন্দ্র

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর