‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া শেখ হাসিনার একমাত্র লক্ষ্য’
১৫ আগস্ট ২০২০ ১৭:০৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২০ ২১:১৭
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই তার একমাত্র লক্ষ্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৮টি স্থানে আলাদাভাবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেনি। বরং দেশের সম্পদ লুটপাট করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পৃথিবীর বুকে একটি মর্যাদাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।’
বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়, সেদিন শেখ হাসিনা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। কিন্তু তাকেও বারবার হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।’
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বস্ত্র ও পাটমন্ত্রী।
বঙ্গবন্ধুর বাকি খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতার এই জন্মশতবার্ষিকীতে যদি বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে ১৫ই আগস্ট নিহত সকল শহীদের আত্মা শান্তি পাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির স্বপ্নকে হত্যা করা হয়েছিল। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত।’
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য বছরের পর বছর কারাবরণ করেছেন। ২৪ বছর লড়াই সংগ্রাম করেছেন। তারপর তিনি আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন।’
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতের পুষ্পস্তক অর্পণ ও অন্যান্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী, সৈয়দ মারফত আলী, মুকুল পাশা ও খায়রুল আলম নয়ন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আল আমিন দুলাল, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক আমিন রানা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু প্রমুখ।
এসব অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১৫ই আগস্ট গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জাতীয় শোক দিবস প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বস্ত্র ও পাটমন্ত্রী শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা