Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনসার আল ইসলামের ৩ সক্রিয় জঙ্গী গ্রেফতার


১৫ আগস্ট ২০২০ ১২:৫১

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। শনিবার (১৫ আগস্ট) সকালে সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছের র‍্যাব-৪ এর এএসপি সাজেদুল ইসলাম। তিনি বলেন, গত ২৭ জুলাই জঙ্গী সংগঠন আনসার আল-ইসলামের ৫ সদস্যকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ জন সক্রিয় জঙ্গী সদস্যকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— আবুল হায়াত (২৬), মো. আব্দুল কুদ্দুস (৩০) ও মো. আল-আমিন (৩০)।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে এএসপি সাজেদুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে আনসার আল-ইসলামের উগ্রবাদ সম্পর্কিত বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আবুল হায়াত জানান তিনি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। চাঁপাইনবাবগঞ্জে তার নিজস্ব দোকান ও চেম্বার আছে। তিনি ৩ বছর ধরে আনসার আল-ইসলামের সঙ্গে জড়িত। তিনি ‘খালিদ সাইফুল্লাহ’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে জঙ্গী কার্যক্রম পরিচালনা করে আসছে।

র‍্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত মো. আব্দুল কুদ্দুস জানান তিনি পেশায় একজন ফার্মেসীর দোকানদার। তিনি ২ বছর ধরে আনসার আল-ইসলামের সঙ্গে জড়িত। বিডিআর বিদ্রোহ মামলায় তিনি ৭ বছর জেল খেটেছেন। জেলে থাকার সময়ে তিনি জঙ্গী কাজে জড়িয়ে পড়েন। মো. আল-আমিন পারিবারিকভাবে জঙ্গীবাদে জড়িত হয়ে পড়েন। তিনি ৪ বছর ধরে আনসার আল-ইসলামের সঙ্গে জড়িত।

আনসার-আল ইসলাম জঙ্গি সংগঠন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর