চট্টগ্রামে পুড়ে যাওয়া বস্তি থেকে দু’জনের লাশ উদ্ধার
১৪ আগস্ট ২০২০ ২২:০০ | আপডেট: ১৪ আগস্ট ২০২০ ২২:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়ে আগুনে পুড়ে যাওয়া বস্তি থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর এ কে খান মোড়ে আজম রোডে ফিলিং স্টেশনের পেছনে ওই বস্তিতে আগুন লাগে।
স্থানীয় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত দুজন হলেন- আবু তাহের (৬৫) ও তার নাতি রাশেদ (৬)। দুজনই পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে।’ বস্তিতে আরও মৃতদেহ থাকতে পারে বলে জানিয়েছেন ওসি।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আমরা আগুনের সংবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাই। দ্রুত ২টি স্টেশন থেকে ৯টি গাড়ি ঘটনাস্থলে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
আগুনের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।