৭৫’র কুশীলবরা এখনও ষড়যন্ত্রের নীলনকশা বুনছে: ওবায়দুল কাদের
১৪ আগস্ট ২০২০ ২০:৪৩
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১৫ আগস্ট নিষ্ঠুর হত্যাকাণ্ডের কুশীলবরা এখনও সক্রিয় রয়েছে। এখনও তারা ষড়যন্ত্রের নীলনকশা বুনছে। কিন্তু বাংলার মানুষ তা সফল হতে দেবে না।’
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “১৫ আগস্ট বাংলার ইতিহাসে নিষ্ঠুর রাজনৈতিক হত্যাকাণ্ড। পৃথিবীর আর কোনো হত্যাকাণ্ডে নিষ্পাপ শিশুকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়নি। নারীকে হত্যা করা হয়নি, টার্গেট করা হয়নি অন্তঃসত্ত্বা নারীকে। কিন্তু সেই ঘৃণ্যতম কাজটি এ বাংলার ইতিহাসে ঘটেছে। যা কালোদিন হয়ে থাকবে বাংলার আদি-অন্তে। বড় দুর্ভাগ্যজনক হলেও সত্য ৭৫’র ১৫ নির্মম হত্যাকাণ্ডের কুশীলকরা ২১ আগস্টেও চেষ্টা করেছিল বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে। আওয়ামী লীগকে শেষ করে দিতে চেয়েছিল। সেই তারা এখনও কুশীলবরা সক্রিয়। এখনও তারা ষড়যন্ত্রের নীলনকশা বুনছে।”
তিনি আরও বলেন, ‘সেই সময় বিদেশে ছিলেন বলেই প্রাণে বেঁচে যান আমাদের আশার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা। সেদিন তারা বেঁচে গিয়েছিলেন বলেই আজ বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। হয়েছে যুদ্ধাপরাধের বিচার। কলঙ্কমুক্ত হয়েছে দেশ।’
১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ এবং পরবর্তীতে ২১ আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের প্রধান টার্গেট ছিল আমাদের ভৌগলিক মুক্তির স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একুশে আগস্টে প্রধান টার্গেট ছিল আমাদের অর্থনৈতিক মুক্তির স্থপতি শেখ হাসিনা। দুটি ঘটনার কুশীলবরা এখনও সক্রিয়।’
এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শেখ হাসিনা এবং আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করে দেয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অনেক ষড়যন্ত্র হয়েছে। যা এখনো চলমান আছে। তাদের সেই ষড়যন্ত্র দেশের ১৬ কোটি মানুষ রুখে দিয়েছে। ১৫ই আগস্টের বর্বরোচিত ও কলংকিত অধ্যায় দেশের মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। বাংলার মাটিকে আর রক্তাক্ত হতে দেওয়া হবে না।’
এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস বলেন, ‘আজকের এ দিনে দুঃখ ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সহপরিবারে হত্যাকারী যারা এখনও বেঁচে আছে তাদের যেনো দ্রুত দেশে ফিরিয়ে বিচার কাজ সম্পন্ন করা হয়। যাতে অতি দ্রুত বাঙালি কলঙ্কমুক্ত হতে পারে। যাতে জাতির পিতাসহ সকলের আত্মা শান্তি পায়।’
স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেদিন রাতে গুলির শব্দে আমার ঘুম ভাঙে। মা আমাদেরকে বুঝতে দেননি কি হচ্ছে। খুব ছোট ছিলাম বলেই হয়তো আমরাও বুঝতে পারিনি। কিন্তু একটা বিষয় খুব মনে আছে। আমার মা চাইতো আমরা যেন প্রকৃত মানুষ হয়। মায়ের সে চাওয়া যেন পূর্ণ হয় সেজন্য চেষ্টা করছি। এখনও চেষ্টা চলছে জানি না কতটুকু প্রকৃত মানুষ হতে পেরেছি। কিন্তু মায়ের চাওয়া পূরণের সংগ্রাম চলছে চলবে। সততা, নিষ্ঠা আর ন্যায় নীতির আদর্শ নিয়ে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটি যেনো সঠিকভাবে পালন করতে পারি সে চেষ্ঠা অব্যাহত থাকে। যাতে করে মা বেহেস্ত থেকে মন খারাপ করে বলতে না পারে যে তাপস তুই তো মানুষ হতে পারলি না।’
মেয়র শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যরা।