বগুড়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
১৪ আগস্ট ২০২০ ২০:০৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২০ ২০:১০
বগুড়া: বগুড়ার শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় জেসমিন আকতার (৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। জেসমিন নয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে। উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল জেসমিন আকতার। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেসমিন তার শোবার ঘরে চিরকুটে লিখেছিল ‘বাবা-মা আমাকে ভালোবাসে না, তাই আমি আত্মহত্যা করবো’। লেখাটি বিছানার ওপর রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে চিরকুট ও লাশ উদ্ধার করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কালাম আজাদ জানান, টিরকুট ও লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর সঠিক বিষয় জানা যাবে।