Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কনস্টেবল রিমান্ডে


১৩ আগস্ট ২০২০ ২২:৩৫

ঢাকা: ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পুলিশ কনস্টেবল শামছুল ইসলামের (৩০) একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখায় কর্মরত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) তোয়াবুল ইসলাম খান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ নির্দেশ দেন।

এর আগে, গত বুধবার (১২ আগস্ট) রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে শামছুল ইসলামকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেক ৭৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদক আইনে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পুলিশ কনস্টেবল সিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর